ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সৌম্য ও মমিনুলের ব্যাটে কেইমু

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১১ জুন ২০১৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিশ্রুতিশীল দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মমিনুল হকের সঙ্গে জনপ্রিয় অনলাইন শপ কেইমুর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বাংলাদেশ-ভারত সিরিজে কেইমুর স্টিকারযুক্ত ব্যাট দিয়ে ব্যাটিং করবেন তারা।

সম্প্রতি কেইমুর নিজস্ব কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে সৌম্য সরকার ও মমিনুল হকসহ আরো উপস্থিত ছিলেন কেইমুর প্রধান জনসংযোগ কর্মকর্তা সৈয়দা উমায়েলা আক্তার ও কেইমু বাংলাদেশের পার্টনারশিপ প্রধান জর্জ ওলফ ।

কেইমু বাংলাদেশের পার্টনারশিপ প্রধান জর্জ ওলফ বলেন, সৌম্য সরকার ও মমিনুল হক দু’জনই বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান। আমরা আশা করছি এ দুই ভাল পারফরমার ব্যাটসম্যান কেইমুকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে কেইমুর স্টিকারযুক্ত ব্যাট দিয়ে ব্যাটিং করেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।

এআরএস/আরআইপি

বিজ্ঞাপন