মাঠের অব্যবস্থাপনা নিয়ে ক্ষিপ্ত ভারত

প্রায় সাড়ে পাঁচ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নেমেছে ভারত। সিরিজের একমাত্র টেস্টটি হচ্ছে ফতুল্লায়। তবে ফতুল্লায় মাঠের অব্যবস্থাপনা নিয়ে ক্ষিপ্ত ভারত শিবির।
বুধবার ফতুল্লায় টেস্টের প্রথম দিনে দেড় ঘণ্টার বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল চার ঘণ্টা। একটা আন্তর্জাতিক টেস্ট সেন্টারে রয়েছে একটি মাত্র সুপার সপার! গোটা মাঠ বৃষ্টিতে ঢাকার কোনও ব্যবস্হা নেই। বৃষ্টি থেমে যাওয়ার পরও মাঠ শুকোতে সময় লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এসব নিয়েই ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় শিবির।
ফতুল্লায় টেস্ট ভেন্যু নিয়ে ভারতীয় শিবির থেকে শোনা যাচ্ছে বেশ ন্যায্য কিছু প্রশ্নও। কেন মিরপুরের মতো মাঠ ফাঁকা থাকতে ফতুল্লায় টেস্ট ম্যাচ দেওয়া হল? কেন নেই একটা সুপার সপার? আবহাওয়ার পূর্বাভাস তো ছিলই গত দু’দিন ধরে তাহলেও কেন আরও একটা সুপার সপার আনা হল না? ভারতীয় শিবির তাকিয়ে আছেন আবহাওয়ার দিকে। খেলা হলে মাঠে এসবের উপযুক্ত জবাব দিতে চায় বিরাটের ভারত।
এমআর/আরআইপি
বিজ্ঞাপন
সর্বশেষ - খেলাধুলা
- ১ অন্য ক্লাবে পাঠাতে চায় রিয়াল, বার্নাব্যুতেই থাকতে চান এনদ্রিক
- ২ ব্যয় বহন অসম্ভব, জাভির কোচ হওয়ার আবেদন ফিরিয়ে দিলো ভারত
- ৩ সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডা, ক্ষোভে সান্তোসই ছেড়ে দেবেন নেইমার!
- ৪ ‘অলরাউন্ডার’ সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি লিটন
- ৫ উইকেটের সমালোচনা করে পরে কথা ঘুরিয়ে ফেললেন পাকিস্তান অধিনায়ক