ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবশেষে উইকেটের দেখা মিললো ফতুল্লায়

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১২ জুন ২০১৫

অবশেষে উইকেটের দেখা মিললো ফতুল্লায়। তৃতীয় দিনে সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে প্রথম সাফল্য পেলেন। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়েছেন ক্রমেই বিধ্বংসী হয়ে উঠা শিখর ধাওয়ান। তবে কাজের কাজটি তিনি ঠিকই করে গেছেন। ১৯৫ বলে ২৩টি চারের সাহায্যে ১৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে শুক্রবার ব্যাটিংয়ে নেমেছেন দুই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান ও মুরালি বিজয়। ধাওয়ান ১৫০ ও বিজয় ৮৯ রান নিয়ে খেলতে নামে। বাংলাদেশি পেসার মোহাম্মদ শহীদ দিনের প্রথম ওভার বোলিং শুরু করেন।

# মাঠে গড়ালো তৃতীয় দিনের খেলা

আরটি/এএইচ/এমএস

বিজ্ঞাপন