ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধাওয়ানের পর রোহিতকে ফেরালেন সাকিব

প্রকাশিত: ০৪:৪২ এএম, ১২ জুন ২০১৫

তৃতীয় দিনে সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে সাফল্য এনে দিয়েছেন। শিখর ধাওয়ানকে ফেরানোর পর রোহিতকে ফিরিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়েছেন ক্রমেই বিধ্বংসী হয়ে উঠা শিখর ধাওয়ানকে। পরের ওভারেই সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন ফর্মে থাকা রোহিতকে।

১৯৫ বলে ২৩টি চারের সাহায্যে ১৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ৯ বল খেলে ৬ করেন রোহিত শর্মা। তৃতীয় দিনে শুরুতেই সেঞ্চুরি পেয়েছেন ভারতের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়।

বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে শুক্রবার ব্যাটিংয়ে নেমেছেন দুই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান ও মুরালি বিজয়। ধাওয়ান ১৫০ ও বিজয় ৮৯ রান নিয়ে খেলতে নামে।

আরটি/এআরএস

বিজ্ঞাপন