২৫ রানের আক্ষেপ সাকিবের
ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করতে পেরেছে বাংলাদেশ। তবে এই রানেও সন্তুষ্ট নয় বাংলাদেশ দল। বিশেষ করে তামিম-সৌম্যর উড়ন্ত সূচনার পর ৩০৭ রান অনেক কমই মনে হচ্ছে। এক সময় বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছিল ৩৫০ রান খুব সহজসাধ্য ব্যাপার। ১৪ ওভারে ১০২ রান করার পর ৩০৭ রানকে অনেক কমই মনে করছেন সাকিব।
সৌম্যর আউটের পর দ্রুত তিনটি উইকেট পরে যাওয়ায় দল আরো বড় সংগ্রহ করতে পারেনি এমনটাই জানালেন সাকিব আল হাসান।
তিনি বলেন, আমরা ২৫ রান কম করেছি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের খুব ভাল বল করতে হবে। এটা খুব ভাল ব্যাটিং ট্র্যাক। তাই আমার কাছে মনে হচ্ছে ২৫ রান কম হয়েছে। তবে আমরা যদি আমাদের সেরা বোলিং করতে পারি, আমরা তাদের আটকে রাখতে পারবো।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
আরটি/আরএস