ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধোনির বিরুদ্ধে ভারতীয় বোর্ডের তদন্ত

প্রকাশিত: ১২:০৮ পিএম, ২০ জুন ২০১৫

মুস্তাফিজের সাথে ধাক্কার পর ভারত অধিনায়ক রাতে ঠিক করে ঘুমোতে পারলেন না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তাঁকে দৌড়ে বেড়াতে হল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ঘরে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তবে নিজেকে সম্পূর্ণ প্রমাণ করতে পারলেন না ভারত অধিনায়ক।

তবে এবার ধোনির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে অন্য আরেকটি কারণে। ঝামেলাটা দু বছর আগে থেকে শুরু। যার কেন্দ্রে আছে ঋতি স্পোর্টস ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির মালিক ধোনির বন্ধু অরুণ পাণ্ডে। তা ছাড়া সুরেশ রায়না, রবীন্দ্র জাজেদা ও প্রজ্ঞান ওঝাও ঋতির সঙ্গে চুক্তিবদ্ধ। খেলোয়াড়দের সব ধরনের চুক্তির দেখভাল করে প্রতিষ্ঠানটি।

তবে বছর দুয়েক আগে ফাঁস হয়ে যায়, রায়না-জাদেজাদের মতো ধোনি শুধু ঋতির সঙ্গে শুধু চুক্তিবদ্ধ নন, প্রতিষ্ঠানটির ১৫.১ শতাংশ শেয়ারেরও মালিক। ধোনি ইচ্ছে করেই এই খেলোয়াড়দের বাড়তি আনুকূল্য দেন বলে গুজব আছে ভারতীয় ক্রিকেট মহলেই। তবে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই।

বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডালমিয়া যে বিষয়টি নিয়ে কতটা ‘সিরিয়াস’ তা বোঝা যাচ্ছে, এই তিনজনের মধ্যে আছেন স্বয়ং বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া।

তদন্ত কমিটি গঠনের খবরটিও নিশ্চিত করেছেন ডালমিয়াই। তবে এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে তিনি নারাজ। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআই প্রধান বলেছেন, আগে তো কমিটি সব কিছু খতিয়ে দেখে একটা প্রতিবেদন দিক, তখনই আমরা একটি ঘোষণা দেব।

ডালমিয়া আরও বলেন, আগের বোর্ডের মতো অন্তত এই কমিটি বিষয়টি ঝুলিয়ে রাখবে না। যত দ্রুত সম্ভব দেওয়া হবে প্রতিবেদন।

এমআর/আরআই