ঢাকায় পা রাখলেন আমলা-মরকেল
টি-টোয়েন্টি সিরিজ শেষ হবার আগেই ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হাশিম আমলা, ইমরান তাহির, মরনে মরকেলসহ আরো পাঁচ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা পৌঁছায় তারা।
প্রোটিয়া দলের টেস্ট অধিনায়ক ও হাশিম আমলা, পেসার মরনে মরকেল ও লেগ স্পিনার ইমরান তাহির ছাড়াও ব্যাটসম্যান ফারহান বেহারডিন ও পেসার রায়ান ম্যাকলারেন তাদের সঙ্গে ঢাকায় এসেছেন।
টি-টোয়েন্টি শেষে দেশে ফিরে যাবেন লেগ স্পিনার এডি লি, পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিজে ও বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকস।
আগামী ১০ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে। ১২ জুলাই হবে দ্বিতীয় ওয়ানডে। দুটি ম্যাচই হবে মিরপুরে। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে ১৫ জুলাই।
এর আগে দুই ম্যাচ টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে ৫২ রানের জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড :
এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, ক্রিস মরিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট, অ্যারন ফাঙ্গিসো, ওয়েন পারনেল ও রায়ান ম্যাকলারেন।
এমআর/এমএস