ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৮ জুলাই ২০১৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর লঙ্কানদের এটি প্রথম ওয়ানডে সিরিজ।

ঘরের মাঠে দীর্ঘদিন পর পাকিস্তানের বিপক্ষে টেস্টে হারের তিক্তকা পেয়েছে শ্রীলঙ্কা। তাই ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার মিলিন্ডা সিরিওয়ারদানা ও সাচিত পিথিরানা।

এছাড়া দীর্ঘদিন পর লঙ্কান স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার সেনানায়েক ও লেগ স্পিনার প্রসন্না। আর বাদ পড়েছেন রঙ্গনা হেরাথ, থারিন্দু কুশাল, নুয়ান কুলাসেকরা ও ধাম্মিকা প্রসাদ। দলের অন্যান্য সদস্যরা, ম্যাথিউস, দিলশান, কুশাল পেরেরা, উপল থারাঙ্গা, থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, নুয়ান প্রদীপ, থিশারা পেরেরা, লাকমাল ও লাসিথ মালিঙ্গা।

আর এই সিরিজেই দীর্ঘ ১ যুগেরও বেশী সময় পর মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারাকে ছাড়াই মাঠে নামবে লঙ্কানরা।

এমআর/এমএস