নিজেদের সেরাটা পারলেন না মেজবাহ-শিরিন
দক্ষিণ এশিয়ার বাইরের কোনো গেমস বা প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাথলেটদের একটাই লক্ষ্য থাকে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করা। কমনওয়েলথ গেমসে অংশ নিতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে নিজেদের টাইমিং উন্নতির লক্ষ্যের কথা বলেছিলেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও দ্রুততম মানবী শিরিন আক্তার। কিন্তু রোববার ১০০ মিটার স্প্রিন্টের হিটে নিজেদের সেরা টাইমিং করতে পারেননি দেশসেরা দুই অ্যাথলেট।
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ৬ নম্বর হিটে দৌঁড়িয়েছেন মেজবাহ আহমেদ। ১০.৯৬ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। মোট ৬৫ জন প্রতিযোগির মধ্যে মেজবাহর অবস্থান ৫৩ তম। ক্যারিয়ারে মেজবাহ সেরা টাইমিং (১০.৭২ সেকেন্ড) করেছেন ২০১৬ সালের এসএ গেমসে।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছেন শিরিন আক্তার। ১ নম্বর হিটে তিনি ৭ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন ১২.৭২ সেকেন্ড নিয়ে। ৪১ জন প্রতিযোগির মধ্যে ৩৮তম হয়েছেন শিরিন। দেশের দ্রুততম মানবীর সেরা টাইমিংও (১১.৯৯) গত এসএ গেমসে।
আরআই/এমএমআর/পিআর