বাংলাদেশ-তুর্কমেনিস্তান ফাইনাল শুক্রবার
রোমাঞ্চকর সেমিফাইনাল জিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ২০১৬ সালে যে কিরগিজস্তানকে ফাইনালে হারিয়ে ভলিবলে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছিল বাংলাদেশ, বুধবার সেই দলটিকে হারিয়েছে সেমিফাইনালে। এবার আঞ্চলিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে তাদের সামনে পরশি দেশ তুর্কমেনিস্তান। শুক্রবার বিকেলে ৩ টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে হবে ফাইনাল।
বাংলাদেশের ইরানি কোচ আলিপোর আরোজি মানছেন, তুর্কমেনিস্তান শক্তিশালী দল। উচ্চতা, কৌশল, দক্ষতায় সব দিক দিয়েই তারা এগিয়ে বাংলাদেশের চেয়ে। কিন্তু ফাইনালের প্রতিপক্ষের চেয়ে একটি জায়গায় নিজের দলকে এগিয়ে রাখছেন আরোজি। সেটা মানসিকতায়।
বুধবার যেভাবে সেমিফাইনালের হার্ডলস পার হয়েছে তার শিষ্যরা, তাতে ইরানি কোচের আত্মবিশ্বাস বেড়ে গেছে। আত্মবিশ্বাস বেড়ে গেছে হরোশিত বিশ্বাসদেরও। ফাইনালে তুর্কমেনিস্তানকে হারিয়ে শিরোপা ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ তারা।
বৃহস্পতিবার মিরপুর ইনডোরে অনুশীলন শেষে আলিপোর আরোজি বলেছেন, ‘ তুর্কমেনিস্তান খুবই পেশাদার দল। টেকনিক্যালি, টেকটিক্যালি তারা ভালো। তবে তা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। আমাদের দল ভালো ফর্মে আছে। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। তারা কৌশল, সামর্থ্য গত ম্যাচগুলোয় দেখিয়েছে। যদিও ফাইনাল সবসময়ই কঠিন। আমরা সর্বশক্তি দিয়ে শিরোপা ধরে রাখার চেষ্টা করবো।’
অধিনায়ক হরোশিত বিশ্বাস বলেছেন, ‘সার্ভিস, ব্লক, অ্যাটাক- সব বিভাগে যদি ভালো করতে পারি, তাহলে চ্যাম্পিয়ন হতে পারব। বিশেষ করে ব্লকিংয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেটা ভলিবলে খুবই জরুরী। ব্লক করতে পারলে প্রতিপক্ষের মনোবল ভেঙে যায়। তাতে ম্যাচ বের করাটা সহজ হয়।’
আরআই/এমএমআর/পিআর