ছুটি শেষে অনুশীলনে নেইমার-মেসি
লম্বা ছুটি কাটিয়ে আবারো অনুশীলনে যোগ দিয়েছেন বার্সেলোনার তারকা যুগল লিওনেল মেসি এবং নেইমার। ইতোমধ্যে মেডিকেল পরীক্ষা শেষে তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এ ছাড়াও দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা জাবিয়ের ম্যাশেরানো, ডিফেন্ডার দানি আলভেস এবং জার্মান গোল রক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেজেন।
কোপা আমেরিকা খেলার কারণে আগামী সোমবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল মেসি, নেইমার, ম্যাশেরানো এবং আলভেসকে। কিন্তু দলের স্বার্থে নির্ধারিত ছুটির চারদিন আগেই ফিরে এসেছেন তারা। ফলে একমাত্র ক্লাদিও ব্রাভো ছাড়া সবাইকে ফিরে পেলেন কোচ লুইস এনরিকে। ছুটি কাটিয়ে আগামী সোমবার দলের সঙ্গে যোগ দেবেন চিলিয়ান গোল রক্ষক।
ইতিমধ্যে দলের প্রায় সকল খেলোয়াড়কে ফিরে পাওয়ায় আগামী রবিবার ইতালিতে প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে পূর্ণ শক্তির দলই মাঠে নামাতে পারবেন কোচ এনরিকে।
ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচটি ছাড়াও ইতালিতে জোয়ান গ্যাম্পার ট্রফির লড়াইয়ে সিরি আ ক্লাব রোমার বিপক্ষে পাঁচ আগস্ট মাঠে নামবে কাতালানরা।
এছাড়া ২২ আগস্ট অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে লা লিগা মিশন শুরুর আগে স্পেনে ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে সেভিয়া এবং সুপারকোপা স্প্যানিওলের ফাইনালে অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে কোচ এনরিকের দল।
এসকেডি/এমএস