ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তৃতীয় দিনেও বৃষ্টির বাধা

প্রকাশিত: ০৪:২৯ এএম, ০১ আগস্ট ২০১৫

টানা বৃষ্টির কারণে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। এবার প্রথম সেশনের খেলা শুরু নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখন পর্যন্ত মাঠে বল গড়ায়নি। এদিকে বৃষ্টির জন্য হোটেল থেকে মাঠে নামেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল।

এর আগে বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যাক্ত ঘোষণা করা হয়। সেদিন হোটেল থেকে মাঠেই নামেনি দুই দল।
 
এদিকে, প্রথম দিন ৮ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। লড়াইয়ের পুঁজি পেতে ১৩ রানে অপরাজিত নাসির হোসেনের দিকে তাকিয়ে আছে স্বাগতিকরা।

এসকেডি/এমএস