পুনরায় বৃষ্টি না হলে ২টা ১৫ মিনিটে খেলা শুরু
পুনরায় বৃষ্টি না হলে ২টা ১৫ মিনিটে খেলা শুরু হবে এবং আজকের দিনে নুন্যতম ৪৫ ওভার খেলা হবে। বেলা ১টা ৩০ মিনিটে ম্যাচ রেফারি, আম্পায়ার এবং কিউরেটর গামিনী ডি সিলভা মাঠ পরিদর্শন শেষে এ কথ জানান।
এদিকে, বৃষ্টি থামার পর হোটেল থেকে মাঠে পৌঁছান। মাঠের দুই প্রান্তে দুইদল হালকা অনুশীলন করছেন। বৃষ্টি থামার পর কিছু কিছু দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছেন।
এর আগে টানা বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন ডেল স্টেইন এবং জেপি ডুমিনির বোলিং তোপে আট উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৫ রান করেন। উইকেট বিলানোর মিছিলে পড়ে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়েও স্কোর বড় করতে পারেননি। আশা জাগিয়ে ফিরে গেছেন সবাই।
মমিনুল হক ৪০, ইমরুল কায়েস ৩০, মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসান ৩৫ রান করে করেন। নাসির হোসেন ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং জেপি ডুমিনি তিনটি করে উইকেট নেন।
# মাঠে পৌঁছেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দল
আরটি/এমএস