ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এ কোন মেসি! (ভিডিও)

প্রকাশিত: ০৬:১৯ এএম, ০৬ আগস্ট ২০১৫

টানা তিন ম্যাচ হারের পর লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায় জয় পেয়েছে বার্সেলোনা। রোমার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে একটি গোলও করেন মেসি। এছাড়া অপর দুটি গোলেও অবদান ছিল তার। কিন্তু সব ছাপিয়ে আলোচিত বিষয়বস্তু মেসির হলুদ কার্ড। খেলার মাঠে শান্তশিষ্ট মেসিকে এদিন ভিন্নরুপে দেখা গেল।

বুধবার বার্সেলোনার ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে। ম্যাচ চলাকালীন সময়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। ম্যাচের ৩৪ মিনিটে রোমার ডিফেন্ডার ইয়াঙ্গা-বিওয়া কিছু অশ্লীল কথা বলে মাথা দিয়ে মেসিকে গুতো দেন। এরপরই মেজাজ হারিয়ে তাকে উল্টো গুতো মারেন এই আর্জেন্টাইন তারকা। গলায় চেপে ধরেন ইয়াঙ্গা-বিওয়ার।

এই ঘটনায় রেফারি হলুদ কার্ড দেখান দুই ফুটবলারকেই। এর সাত মিনিট পরই বার্সার হয়ে গোল করেন মেসি।

আরটি/এমআর