সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সায় আসলেন ডি অং
মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল বার্সায় আসছেন ডাচ ক্লাব আয়াক্সের তরুণ মিডফিল্ডার ডি অং। কিন্তু পিএসজি এবং ম্যান সিটির কারণে কাজটা কিছুটা কঠিন হয়ে গিয়েছিল। অবশেষে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এই তরুণ খেলোয়াড়কে দলে ভেড়িয়ে চমক দেখালো বার্সেলোনা।
ফুটবল ক্লাব বার্সেলোনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট দিয়ে ডি অংয়ের আসা নিশ্চিত করেছে। ২০১৯ সালের ১ জুলাই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে যোগ দেবেন তিনি। তার ট্রান্সফার ফি ধরা হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। যেখানে বোনাস হিসেবে থাকছে আরও ১১ মিলিয়ন। প্রথমে তার চুক্তি হবে ২০২৩/২৪ সাল পর্যন্ত।
১৯৯৭ সালে জন্ম নেয়া ডি অংয়ের ফুটবল অধ্যায় শুরু হয় উইলেম টু একাডেমিতে। সেখান থেকে এক বছর পরই ২০১৫ সালে যোগ দেন আয়াক্সে।
মূলত ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের হয়ে তার পারফরম্যান্স এবং সম্প্রতি নেদারল্যান্ডসের হয়ে তার ঈর্ষনীয় পারফরম্যান্স মুগ্ধ করেছে পুরো বিশ্বকে। ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে ধরা হয় ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পরবর্তী উত্তরসূরি হিসেবে।
আরআর/বিএ