ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুরন্ত বাইসাইকেল বঙ্গবন্ধু বাস্কেটবল টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৪ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘দুরন্ত বাইসাইকেল’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট-২০২০। সকাল ১০টা থেকে ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে শুরু হবে টুর্নামেন্টটি।

টুর্নামেন্টে ১৬টি স্কুল দল অংশগ্রহণ করবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘দুরন্ত বাইসাইকেল’র ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসান।

‘দুরন্ত বাইসাইকেল বঙ্গবন্ধু বাস্কেটবল টুর্নামেন্ট’ উপলক্ষে বুধবার সকালে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দুরন্ত বাইসাইকেল’র ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসান, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক এমপি, সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লে. কমান্ডার এ কে সরকার (অব.), যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রঞ্জিত চন্দ্র দাস, দুরন্ত বাইসাইকেলের কমকর্তা এবং ফেডারেশনের কর্মকর্তারা।

এমএমআর/পিআর