বিরাটের জন্মদিনে আনুশকার সারপ্রাইজ
বিরাট-আনুশকা কীর্তির শেষ নেই যেন। কিছুদিন পরপরই একটা না একটা ঘটনার জন্ম দিয়ে মিডিয়ার খবর হন তারা। এবারও তাই বিরাটের জন্মদিনের একদিন আগেই সারপ্রাইজ দিতে আহমেদাবাদে হাজির হলেন আনুশকা।
বিরাট কোহলির জন্মদিন ছিল বুধবার। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে খেলতে আহমেদাবাদে রয়েছে বিরাটের টিম। পাঁচ বছর পর ভারতের মাটিতে সিরিজ খেলতে এসেছে শ্রীলংকা। তাই নিয়ে দারুণ ব্যস্ত ভারতীয় এ ক্রিকেটার। এ ছাড়া অধিনায়ক হিসেবে বাড়তি চাপ তো রয়েছেই।
তাই বলে কি প্রিয় মানুষটির জন্মদিন উদযাপন করবেন না আনুশকা? এমনটা হওয়ার কথাই নয়। জন্মদিনে বিরাটকে সঙ্গ দিতে একদিন আগেই আহমেদাবাদে হাজির হন আনুশকা। এদিকে অধিনায়ক হিসেবে প্রথমবার নিজের জন্মদিন উদযাপন করলেন বিরাট। টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় বিরাট কোহলির মুখে কেক মাখিয়ে দিয়েছেন সতীর্থরা।
রাতে বিরাটের জন্য ডিনারের আয়োজন করেন আনুশকা শর্মা। সেই ডিনারে শুধু বিরাট আর আনুশকা ছিলেন। কিছু সময় তারা একান্তে কাটান। এর আগে অনুশকার জন্মদিনেও বিরাট উদয়পুরে শুটিং সেটে গিয়ে সারপ্রাইজ দিয়েছিলেন প্রেমিকাকে।