নেপালের কোচ হলেন ডেভ হোয়াটমোর
বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। এশিয়ান ক্রিকেটে উদীয়মান এই দেশটি ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায়। এ লক্ষ্যেই শ্রীলংকার সাবেক বিশ্বকাপজয়ী কোচকে সন্দ্বীপ লামিচানেদের জন্য বেছে নিল নেপাল ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা।
যদিও ভারতে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেপাল। তবে তাদের চোখ এখন যেভাবেই হোক ২০২২ সালের অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। ডেভ হোয়াটমোরের মতো বিশ্বের অন্যতম সেরা বসকে দিয়ে ক্রিকেট আরও একধাপ এগুনোর পরিকল্পনা নেপালের।
আগামী জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এর আগে ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন হোয়াটমোর। তার অধীনেই ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির ভারত।
বছরের শুরুতে ডেভ হোয়াটমোরকে ভারতের রাজ্য ক্রিকেট সংস্থা বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের প্রধান কোচ ও হেড অব ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু করোনার কারণে তিনি এই দায়িত্ব গ্রহণ করতে পারেননি এবং কিছুদিন আগে মিডিয়াকে জানিয়েছেন- এই দায়িত্ব আর গ্রহণ করতে পারবেন না। যার ফলে একরকম বেকার হোয়াটমোরকেই পেয়ে গেল নেপাল ক্রিকেট বোর্ড।
গত ফেব্রুয়ারি থেকে নেপাল ক্রিকেটের প্রধান কোচের পদটি ফাঁকা ছিল। ওই সময় তখনকার কোচ উমেষ পাতওয়াল নেপাল ক্রিকেটের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
আইএইচএস/বিএ