ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

কাবাডিতে দেশিদের কাছে ধরাশায়ী প্রবাসীরা

জেলা প্রতিনিধি | কি‌শোরগঞ্জ | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

গ্রামীণ খেলা কাবা‌ডি, দেশের জাতীয় খেলাও বটে। এ খেলায় মু‌খোমু‌খি প্রবাসী একাদশ বনাম দে‌শি একাদশ। তুমুল লড়াই, দুই প‌ক্ষে হাজা‌রও সমর্থক। ‌খেলা‌কে ঘি‌রে চরম উত্তেজনা, হৈ-হু‌ল্লোড়। অব‌শে‌ষে জয় দে‌শি একাদ‌শের।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এভা‌বেই হ‌য়ে গে‌লো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পাকু‌ন্দিয়া উপ‌জেলা সদ‌রের দিয়াপাড়া আবদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দিয়াপাড়া দিয়ানগর যুব সমাজ এ খেলার আয়োজন করে। ‌খেলা‌টি দেখতে মাঠে ছিল উপ‌চে পড়া ভিড়। কাবা‌ডি দেখ‌তে আশপাশের কয়েক হাজার দর্শক ছু‌টে আসেন।

খেলা উদ্বোধন করেন পাকু‌ন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রেনু।

সমাজসেবক আবদুর রশিদের সভাপতিত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে বক্তৃতা রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম আকন্দ, পৌর কাউন্সিলর মো. কফিল উদ্দিন ও চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।

খেলায় প্রবাসী একাদশকে হারিয়ে জয়ী হয় দেশি একাদশ। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নূর মোহাম্মদ/এসএএস/এএসএম