ভারতের সিরিজ জয়
ভারত সফরে গিয়ে একের পর এক ম্যাচে নাকাল হচ্ছে শ্রীলঙ্কা। প্রথম দুটি ওয়ানডের মতো তৃতীয় ওয়ানডেতেও অতিথিদের সহজে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত।
৬ উইকেটের এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। রোববার হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ২৪২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ৩৫ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই কুশাল পেরেরা এবং তৃতীয় ওভারে কুমার সাঙ্গাকারাকে হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। সাত রানে দুই উইকেট হারানোর পর হাল ধরেন মাহেলা জয়াবর্ধনে।
তৃতীয় উইকেটে তিলকরত্নে দিলশানের সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন জয়াবর্ধনে। কিন্তু দলীয় ১১২ রানের মাথায় ৫৩ রান করে দিলশান আউট হয়ে যাওয়ার পর জয়াবর্ধনেকে ভালো সঙ্গ দিতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
রাইডুর বলে ক্যাচ আউট হওয়ার আগে ৮০ বলের ইনিংসে ৭টি চার মারেন দিলশান। অষ্টম ব্যাটসম্যান হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ১১৮ রান করেন জয়াবর্ধনে। ক্যারিয়ারে এটি তার ১৭তম ওয়ানডে শতক। ১২টি চার ও একটি ছক্কায় ১২৪ বলের ইনিংসে ওয়ানডেতে ১২ হাজার রানের ক্লাবেও যোগ দেন তিনি। ৪২৬ ওয়ানডেতে জয়াবর্ধনের মোট রান হলো ১২ হাজার ২।
৫৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার উমেশ যাদব। ২৪৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬২ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় ভারতের। ৩১ রান করে রাহানে ফিরে গেলেও দৃঢ়তার সঙ্গে খেলতে থাকেন প্রথম ম্যাচে শতক হাঁকানো শিখর ধাওয়ান।
৯১ রান করে আউট হওয়ার আগে ওয়ানডেতে ভারতের ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে দুই হাজার রান পূর্ণ করেন ধাওয়ান। এর জন্য তার লাগে ৪৮ ইনিংস, যা ওয়ানডে ইতিহাসে পঞ্চম দ্রুততম।
দলীয় ২০১ রানে ধাওয়ান ফিরে যাওয়ার পর বাকি কাজটুকু সারেন অধিনায়ক বিরাট কোহলি। ৬১ বলে ৪টি ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।
সিরিজ জেতার এই ম্যাচে কোহলি ছাড়িয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসকে। সবচেয়ে কম ইনিংস খেলে ওয়ানডেতে ছয় হাজার রান পূর্ন করলেন তিনি। এই ক্লাবে ঢুকতে কোহলির লেগেছে ১৩৬টি ইনিংস। ১৪১টি ইনিংস লেগেছিল রিচার্ডসের।