মাহমুদউল্লাহর ব্যাটে এগিয়ে যাচ্ছে বরিশাল
মাহমুদউল্লাহ রিয়াদ আর সেকুগে প্রসন্নের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বরিশাল বুলস। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বুলসের সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান। রিয়াদ ৩৭ আর সেকুগে প্রসন্ন ২২ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। টানা ব্যর্থতার জন্য টেইলরের পরিবর্তে দলে আশা এভিন লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিলকারাত্নে দিলশান। পরের ওভারে আমিরের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে সাজঘরে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদার। তৃতীয় ওভারে শফিউলের বলে সাব্বির সাজঘরে ফিরলে চাপে পরে যায় বরিশাল।
শুরুতেই ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মেহদী মারুফ।তবে জিয়াউর রহমান নিজের প্রথম ওভারেই মারুফকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভেঙে দেন। ২৫ বলে এক চার ও দুই ছক্কায় ২৮ রান আসে মারুফের ব্যাট থেকে। নিজের দ্বিতীয় ওভারে এসে নতুন ব্যাটসম্যান নাদিফ চৌধুরীকেও বিদায় করেন জিয়াউর।
আরটি/এমআর/পিআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ বিসিবি পরিচালকের মন্তব্যে অসন্তোষ, তামিমের পক্ষে সরব সতীর্থরা
- ২ চট্টগ্রামের বোলারদের তোপে রাজশাহীর বোর্ডে মাত্র ১২৮
- ৩ মাঠের পাশে বজ্রপাত, পরিত্যক্ত এসএ টি-টোয়েন্টির ম্যাচ
- ৪ তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, ক্রিকেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া
- ৫ টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো টেবিল টপার চট্টগ্রাম