তিন পদক নিয়ে কোরিয়া থেকে ফিরছেন আরচাররা
কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ-১ আরচারির শেষ দিন সকালে দুটি রৌপ্য জিতেছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আরচাররা। বিকেলে জিতেছেন আরেকটি ব্রোঞ্জ। সব মিলিয়ে তিনটি পদক নিয়ে কোরিয়া থেকে ফিরছেন ৬ আরচার।
শেষ দিনে সকালে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশের শেখ সজিব ও পুস্পিতা জামান ১৪৬-১৫৫ স্কোরের ব্যবধানে কোরিয়ার কাছে হেরে রৌপ্য পেয়েছেন।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ (শেখ সজিব, হিমু বাছাড় ও মো: আসিফ মাহমুদ) ২০৫-২৩৫ স্কোরের ব্যবধানে কোরিয়ার কাছে হেরে রৌপ্য পদক পেয়েছে।
বাংলাদেশের শেষ ইভেন্ট ছিল বিকেলে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার) ব্রোঞ্জ পদক পেয়েছে।
আরচারি দল দেশে ফিরবে রোববার রাতে।
আরআই/এমএমআর/এমএস