ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চেলসির আয়ের রেকর্ড

প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৪

শুনলে চোখ কপালে উঠতে পারে! কিন্তু এটাই সত্যি যে এক কোটি ৮০ লক্ষ পাউন্ড ২০১৩-১৪ মউশুমে লাভ করেছে প্রিমিয়র লিগের ক্লাব চেলসি। গতবার ইপিএল চ্যাম্পিয়নও হতে পারেনি ইংল্যান্ডের ক্লাবটি। কিন্তু তার সত্ত্বেও এমন রেকর্ড লাভ অভাবনীয়!

ইপিএল চ্যাম্পিয়ন না হলেও যখন রেকর্ড লাভ করছে চেলসি, তখন উল্টোচিত্র দেখা যাচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলে। ভারতের দুই বড় ক্লাব সেভাবে স্পনসর পাচ্ছে না। সারদা কেলেঙ্কারির জন্য ময়দানের দুটো ক্লাবই অর্থিক অসচ্ছলতায় ভুগছে।  ভারতে এখন আইএসএলের বাজার রমরমা। টাকার থলি উজাড় করে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিরা।  

কিন্তু  মোহনবাগান , ইস্টবেঙ্গলের দশা ফেরেনি।  তাদের বড় স্পনসররাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। দলের ফুটবলারদের টাকা পেমেন্ট করতে হিমশিম খাচ্ছেন ক্লাবকর্তারা। ভারতের দুই ক্লাব অবশ্য চেলসির থেকে শিক্ষা নিতে পারেন।  ওখানে কোনও আইপিএলের ধাঁচে প্রতিযোগিতা না করেও ইপিএলের ক্লাব হয়েও রেকর্ড অর্থ লাভ করছে চেলসি।  হোসে মোরিনহোর দল লিগ না জিতলেও দুরন্ত পারফরম্যান্স করছে প্রিমিয়র লিগে।  

সেখানে অবশ্য মোহন-ইস্ট সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না।  তাদের পারফরম্যান্স ভাল হচ্ছে না।  স্পনসর না জোটার এটাও অন্যতম কারণ।  তাই মোহন-ইস্টকে নিজেদের ভাবতে হবে।  কীভাবে আর্থিক অবস্থার উন্নতি করতে হয় তা খুঁজতে হবে তাদেরই।