ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রিয়াকে হারালো ব্রাজিল

প্রকাশিত: ০২:৫৯ এএম, ১৯ নভেম্বর ২০১৪

কার্লোস দুঙ্গার অধীনে ছুটেই চলেছে ব্রাজিলের জয়রথ। বিশ্বকাপের পর বদলে যাওয়া ব্রাজিল এবার হারাল অস্ট্রিয়াকে। ভিয়েনার আর্নেস্ট হাপেল স্তাদিওনে অনুষ্ঠিত এ ম্যাচে ইউরোপের দলটিকে ২-১ গোলে হারিয়ে টানা ছয়টি ম্যাচ জিতল দুঙ্গার শিষ্যরা। মঙ্গলবার ভিয়েনায় ব্রাজিলকে এক ঘণ্টারও বেশি সময় গোল-বঞ্চিত রেখেছিল স্বাগতিকরা। তবে দাভিদ লুইস আর ফিরমিনোর গোলে জয় পেতে অসুবিধা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে থাকা অস্ট্রিয়া ম্যাচের ব্রাজিল শিবিরে একটি আক্রমণ শানায়। তবে হাত দিয়ে ব্রাজিলের জালে বল ঢুকিয়ে হলুদ কার্ড দেখেছেন অস্ট্রিয়ান স্ট্রাইকার বিন ওকোটি। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণ চালালেও গোলের কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণে গেলেও গোল পাচ্ছিল না ব্রাজিল।

অবশেষে দাভিদ লুইসের গোলে সাফল্যের দেখা পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৪তম মিনিটে অস্কারের অ্যাসিস্টে গোলটি করেন ডেভিড লুইজ। ফলে, ১-০ গোলের লিড নেয় নেইমারবাহিনী।

খুব বেশিক্ষন লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৭৫তম মিনিটে অস্ট্রিয়ার হয়ে গোল করেন আলেকজান্দার দ্রাগোভিচ। অস্কারের ফাউলে পেনাল্টি লাভ করে অস্ট্রিয়া। আর তা থেকে ব্রাজিল গোলরক্ষক দিয়েগো আলভেজকে ঠান্ডা মাথায় পরাস্ত করেন দ্রাগোভিচ। খেলার ৮৩তম মিনিটের মাথায় ফেলিপ লুইজের অ্যাসিস্টে বল পেয়ে গোলবারের ২৫ গজ দূর থেকে গোল করেন রবার্তো ফারমিনো। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।