ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফির ভয় শিশির

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২০ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়েকে এরই মধ্যে টেস্ট সিরিজ নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। শুক্রবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজের মিশন। সিরিজ শুরুর আগে ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভয় পাচ্ছেন শিশিরকে। মাশরাফি অবশ্য নতুন আরও একটি ভয়ের কথা বলেছেন সংবাদ মাধ্যমে। টসটা খুব গুরুত্বপূর্ণ বলে মানছেন তিনি।

শেষ দুই ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করে টসে হেরেছেন। শিশিরের কারণেই টস এত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মাশরাফি।

তিনি বলেছেন, অবশ্যই টসটা খুব গুরুত্বপূর্ণ হবে। শিশিরের কারণেই টস গুরুত্বপূর্ণ। সে কারণে আমি খুব চাপে আছি।

দিবারাত্রির ম্যাচ; এর মধ্যে চট্টগ্রামে শিশিরের মাত্রা প্রকট বেড়েছে। ভয় পাওয়া তাই মাশরাফির জন্য অমূলক কিছু নয়। টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজে কতটা আত্মবিশ্বাসী আপনি এমন প্রশ্নে বাংলাদেশের অভিজ্ঞে এই ক্রিকেটার বলেছেন, টেস্ট সিরিজে আমরা খুব ভালভাবে জিতেছি। এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা ভাল ক্রিকেট খেলেছে। কারণ তাদের আত্মবিশ্বাসের লেভেল বেশ ভাল থাকবে। এটা পুরো দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা টেস্টে একটা ম্যাচও হারিনি। এটাও সাহায্য করবে।

চলতি বছর বাংলাদেশ একটি ওয়ানডে ম্যাচেও জয় লাভ করতে পারেনি। তাই শেষ দিকে এসে বছরটা ভালভাবে সমাপ্ত করতে মরিয়া বাংলাদেশ। মাশরাফিও তাই মনে করছেন। তিনি বলেছেন, ২০১৪ সালটা আমরা মাঝামাঝি অবস্থায় ছিলাম। আমরা খুব খারাপ খেলেছি। এটা আমাদের জন্য ভাল সুযোগ। বিশেষে করে বিশ্বকাপের আগে ক্যামব্যাক করা।