ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবের শতক, বড় স্কোরের পথে বাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২১ নভেম্বর ২০১৪

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রাজকীয় শতকে ভর করে বড় স্কোরের পথে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রাথমিক বিপদে পড়া দলের হাল ধরে বিচলিত হওয়া দূরে থাক, প্রতিপক্ষ দলের বোলারদের শক্ত হাতে শাসন করেই তুলে নিয়েছেন ব্যক্তিগত ৬ষ্ঠ শতক। তবে ১০১ রানে তিনি আউট হয়ে যান।

রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২৯/৫।  ব্যাট করছেন মুশফিক ও সাব্বির হোসেন।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। অধিনায়কের সিদ্ধান্তকে স্বার্থক করে তোলেন পানিঙ্গারা ও ছাতারারা।