শেষ টেস্টে নিউজিল্যান্ড দলে ভেট্টরি
পাকিস্তানের বিপক্ষে শারজায় বুধবার থেকে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে অন্তর্ভূক্ত হয়েছেন বাঁ হাতি স্পিনার ও সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
নিউজিল্যান্ড দলের স্পিন বিভাগকে শক্তিশালী করার লক্ষে এই অভিজ্ঞ বাঁ হাতি স্পিনারকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইতোমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া সফরকারীদের জন্য সিরিজে সমতা ফেরানোর সুযোগ এর মাধ্যমে কিছুটা হলেও উজ্জীবিত হলো।
এ সম্পর্কে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ৩৫ বছর বয়সী ভেট্টরি ইতোমধ্যেই নিউজিল্যান্ড-এ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। বুধবারের টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ড টেস্ট দলের সাথে অনুশীলনও শুরু করেছে।
নিউজিল্যান্ড আবু ধাবীতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৪৮ রানে পরাজিত হয়েছিল। দুবাইতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টটি ড্র হয়। সাবেক অধিনায়ক ভেট্টরি ১১২ টেস্টে ৩৬০টি উইকেট দখল করেছেন। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে গত মাসে নিউজিল্যান্ডের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ওয়ানডে দলে ফিরেছিলেন।
২০১৩ সালের জুনে তিনি সর্বশেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেন। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেছেন ভেট্টরি যদি শেষ পর্যন্ত টেস্টের মূল একাদশে সুযোগ পান তবে এটা বর্তমান দলের দুই স্পিনার ইশ সোদি এবং মার্ক ক্রেইগের জন্য দারুন আত্মবিশ্বাস যোগাবে।