ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ছবিতে জিম্বাবুয়ে-বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করছে টাইগাররা। টেস্ট সিরিজ জয়ের পর আজকের (বুধবার) ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এ আনন্দে আনন্দিত বাংলার সবাই।

চলুন দেখে নেয়া যাক খেলার সময়ের কিছু স্থির চিত্র-

    গ্যালারীতে বসে খেলা দেখছেন দুই তরুনী। টাইগারদের জয় নিশ্চিত জেনেই হয়তো মুখে ফুটে ওঠেছে হাসি।

বাংলাদেশের উদ্বোধনী জুটি হয়ে বুধবারের ম্যাচে তামিম ইকবাল ও এনামুল হক জয়ের পথে শক্ত ভিত্তি স্থাপন করে দেন। তাদের এই উদ্বোধনী জুটিতে রান আসে ১২১। যা জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যায় টাইগাররা।

অর্ধশত রান করার পর বিশেষ মুহুর্তে এনামুল হক বিজয়। সেঞ্চুরী থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে যান ‍তিনি।

বাংলাদেশের সাথে যে কোন দলের খেলা হোক না কেন, দর্শকদের অনুপ্রেরণা সব সময়ই আলাদা শক্তি যুগিয়ে থাকে টাইগারদের মনে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। মাঠে বসে খেলোয়ারদের যেমন অনুপ্রেরণা যুগিয়েছে তেমনি সিরিজ জয়ের সাক্ষীও হতে পেরে আনন্দিত।

আজকের খেলার প্রধান অন্যতম নায়ক টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে বোল করতে নেমেই উইকেটের ধস নামান এই নড়াইল এক্সপ্রেস।

জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে ব্যাট করতে নেমে ৪৯ বোলে ৪০ রান করেন সাকিব আল হাসান। বোল হাতে তেমন জ্বলে উঠতে না পারলেও জিম্বাবুয়ের মূল্যবান উইকেট ব্রেন্ডন টেলরকে আউট করেন তিনি।

   জয় নিশ্চিত জেনে আনন্দ উচ্ছাসে মেতে উঠা গ্যালারীর একাংশ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ উইকেটের পতন ঘটিয়ে জয় নিশ্চিত করে সিরিজ জয়ের আনন্দে টাইগাররা।