ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিজেকে ছাপিয়ে যেতে চাই: ইমরানুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৪ জুলাই ২০২২

ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব নতুন নয়। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওরেগনে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপের আঠারোতম আসরের দিকে বাংলাদেশের মানুষের নজর একটু অন্যরকম। কারণ, দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান দৌড়াবেন সেখানে। যিনি গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১.৩৭ মিনিটে ১০০ স্প্রিন্টের কোয়ালিফাইং রাউন্ডের হিটে দৌড়াবেন বাংলাদেশের দ্রুততম মানব। ২ নম্বর হিটে তিনি দৌড়াবেন ৬ নম্বর লেনে। ইমরানুরের সঙ্গে একই হিটে অন্য ৬ জন হচ্ছেন- ট্যুভ্যালু, ইন্দোনেশিয়া, পালাউ, টোঙ্গা, লিবিয়া ও গাম্বিয়ার অ্যাথলেট।

২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙ্গার কারণেই ইমরানের প্রতি নজর অ্যাথলেটিক অঙ্গনের। তবে কী তিনি অলৌকিক কিছু করে হিট পর্ব টপকাতে পারবেন? সে প্রত্যাশা কেউ করছেন না। তাকে ঘিরে বড় স্বপ্নটা আসলে এসএ গেমস নিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরে নিজের সেরা টাইমিং করতে পারলে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে বাংলাদেশের দ্রুততম মানবের।

ট্র্যাকে নামার আগের দিন কী ভাবছেন ইমরানুর? যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের দ্রুততম মানব বলেছেন, ‘প্রতিযোগিতার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত হচ্ছি, যাতে আমি নিজের সেরা পারফরম্যান্স করতে পারি। টাইমিং কেমন হবে তা নিয়ে কোন ইঙ্গিত দিতে চাই না। তবে আমি নিজেকে ছাপিয়ে যেতে কিংবা সেরা টাইমিংয়ের কাছাকাছি যেতে চাই। তবে এটা অনেকটাই নির্ভর করে কন্ডিশন ও পরিবেশের ওপর।’

কয়েকদিন আগে লন্ডনের একটি প্রতিযোগিতায় তিনি ১০০ মিটার দৌড়িয়েছিলেন ১০.২২ সেকেন্ডে। এখন পর্যন্ত নিজের সেরা টাইমিং এটি।

২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ৪০০ মিটারে জহির রায়হান। তিনি হিটে সময় নিয়েছিলেন ৪৮.৪৮ সেকেন্ড। তার আগে দুই আসরে অংশ নিয়েছিলেন তৎকালীন দ্রুততম মানব মেজবাহ আহমেদ। তিনি ১০০ মিটারের কোয়ালিফাইং হিটে ২০১৫ সালে বেইজিংয়ে দৌড়িয়েছিলেন ১১.১৩ সেকেন্ডে এবং ২০১৭ সালে লন্ডনে দৌড়িয়েছিলেন ১১.০৮ সেকেন্ডে।

আরআই/আইএইচএস/