ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অাইসিইউতে পেলে

প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৮ নভেম্বর ২০১৪

স্বাস্থ্যের অবনতি হওয়ায় ব্রাজিল তথা বিশ্ব ফুটবল কিংবদন্তি পেলেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (অাইসিইউ) নেওয়া হয়েছে। এর অাগে মুত্রাশয়ের সংক্রমণ জনিত কারণে গত সোমবার ৭৬ বছর বয়সী পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার তার অবস্থার চরম অবনতি হলে পেলেকে সাও পাওলোর দ্য অ্যালবার্ট অাইনস্টাইন হাসপাতালের অাইসিইউ`তে স্থানান্তর করা হয়।

১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের অন্যতম এই কিংবদন্তি ফুটবলারের কিছুদিন অাগে অস্ত্রোপচার করে কিডনির পাথর অপসারন করা হয়। গত ১৩ অক্টোবর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরে অাবার অসুস্থ হয়ে পড়েন।

এদিকে সর্বকালের সেরা ফুটবলার পেলের সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়লে অাইনস্টাইন হাসপাতালে ভিড় করেন তার ভক্তরা। তাদের অনেককেই পেলের জন্য প্রার্থনা করতে দেখা যায়।

উল্লেখ্য, ২১ বছরের ক্যারিয়ারে মোট ১ হাজার ৩৬৩টি খেলায় ১ হাজার ২৮১ গোল করেছেন পেলে। অার এখন পর্যন্ত তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। পুরো ক্যারিয়ারে ব্রাজিলের পক্ষে ৭৭ গোল করে তিনি দলকে জিতিয়েছেন ৯১টি শরোপা। ফলস্বরূপ জিতেছেন ফিফার শতাব্দীর সেরা খেলোয়ারের খেতাব।