ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

হেলমেটের নকশার পরিবর্তনের দাবি সৌরভের

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৮ নভেম্বর ২০১৪

ফিলিপ হিউজের মৃত্যুতে এবার মুখ খুললেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি ক্রিকেট হেলমেটের নকশার পরিবর্তন আনার দাবি করেন।

এ সময় হিউজের আত্মার প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৌরভ বলেন, হেলমেট প্রস্তুতকারী সংস্থাগুলোকে নিশ্চয়ই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো নির্দেশ দেবে। আসলে ব্যাটসম্যানদের সুরক্ষায় আরো জোর দেয়া উচিত।

তিনি আরও বলেন, সবচেয়ে বিপদজনক অংশ হলো ঘাড় ও কাঁধের ফাঁকা অংশটা। হুক বা পুল করতে গেলে অনেক সময় ওই দুই জায়গায় বল লাগার একটা সম্ভাবনা থাকে। এখন ঘাড়ের সেই অংশটা কীভাবে ঢেকে দেয়া যায় তা নিয়ে ভাবুক ক্রিকেট সরাঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।

উল্লেখ্য, বৃহস্পতিবার বলের আঘাতে অজি ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুর পর থেকেই শোকের ছায়া নেমেছে পুরো ক্রিকেট দুনিয়াতে।