ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘরের মাটিতেই শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো ভারত

প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়ার মাটিতে অসিদের ধবল ধোলাইয়ের রেশ কাটতে না কাটতে মাটিতে পড়তে শুরু করেছে ভারতের টি-টোয়েন্টি দল। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটের বড় ব্যবধানের হেরে গেছে ধোনি-কোহলিরা।

ভারতের দেয়া ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয় পেয়ে যায় লঙ্কানরা। ১৮ ওভারে ৫ উইকেট হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় অধিনায়ক দিনেশ চান্দিমালের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান সংগ্রহ করেন অধিনায়ক নিজে। চামারা কাপুগেদারা ২৫ ও মিলিন্দা সিরিবর্ধনে ২১ রানে অপরাজিত থাকেন।

খোদ অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে এসেছিল মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। সেই দলটিই কি-না নিজেদের মাটিতে শ্রীলঙ্কার মতো খর্ব শক্তির একটি দলের সামনে একেবারে নতজানু অবস্থায়। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায় ভারত।

টস জিতেছিলেন শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অভিষিক্ত কাসুন রাজিথার অসাধারণ পেস তোপের মুখে পড়ে ভারত। প্রথম ওভারেই হারাতে হয় রোহিত শর্মা আর আজিঙ্কা রাহানের উইকেট। পঞ্চম ওভারে এসে হারাতে হয় শিখর ধাওয়ানকেও। রোহিত শর্মা ০, শিখর ধাওয়ান ৯, আজিঙ্কা রাহানে ৪ রান করে আউট হন।

৫ রানে ২ উইকেট, ৩২ রানে তিন উইকেট পড়ার পর উইকটে ধরার চেষ্টা করেন সুরেশ রায়না এবং যুবরাজ সিং। কিন্তু ৯ম ওভারে দলীয় ৪৯ রানে রায়নার উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতের। ধোনি, যুবরাজ, হার্দিক পান্ডে, জাদেজা, নেহরা এবং বুমরাহ আউট হয়ে গেলে ১৮.৫ ওভারেই ১০১ রানে অলআউট হয়ে যায় ভারত।

লঙ্কান বোলারদের মধ্যে কাসুন রাজিথা এবং দাসুন শানাকা নেন ৩টি করে উইকেট। দুষ্মন্তে চিমারা নেন ২টি এবং সচিত্র সেনানায়েকে নেন ১টি উইকেট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কাসুন রাজিথা।

বিএ

আরও পড়ুন