ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘মাঠে নামার আগে নিজেকে বলি, আমি চ্যাম্পিয়ন’

প্রকাশিত: ১১:৪৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

স্প্রিং ড্যান্সার। নামটাও তার স্প্রিঙ্গার। অদ্ভূত উদযাপন ভঙ্গি। উইকেট পাওয়ার পর কিংবা বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর হিসের শরীর বাঁকিয়ে যেভাবে নৃত্য করলেন শ্যামার স্প্রিঙ্গার, এটাকে স্প্রিং ড্যান্স নামেই অভিহিত করা শুরু করে দিয়েছে সবাই।

ক্যারিবীয়দের কাছে ৩ উইকেটে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হলেও মিরপুরের গ্যালারিতে উপস্থিত দর্শকরা শ্যামার স্প্রিঙ্গারের ‘নৃত্য’ দেশে মজা পেয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যান ৩৫ রান করা জয়রাজ শেখের উইকেট নিয়ে অদ্ভূত নৃত্যটা দেখালেন তিনি। এরপর দ্বিতীয় স্প্রিং‘নৃত্য’ দেখা গেলো ম্যাচ শেষে। জয়ের জন্য প্রয়োজন এক রান। মোহাম্মদ সাইফুদ্দিনকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে সতীর্থদের সঙ্গে নৃত্যে মেতে উঠলেন তিনি।

ম্যাচ শেষে ২ উইকেট এবং ৬২ রানে অপরাজিত থাকার পুরস্কার হিসেবে সেরাও হলেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে স্প্রিঙ্গার সঞ্চালকের প্রশ্নের উত্তরে বলেন, ‘অনেক বেশি চাপ ছিল আমার ওপর। কিন্তু সেই চাপ ভালোভাবেই কাটাতে পেরেছি।’

এমন অসাধারণ জয়ের অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? এ বিষয়ে জানাতে গিয়ে স্প্রিঙ্গার বলেন, ‘প্রতিটি ম্যাচের আগেরদিন আমি একটা অনুপ্রেরণাদায়ী বক্তব্য শুনি। এরপর নিজেকে বলি, আমিই চ্যাম্পিয়ন। আমি সহজেই নিজেকে মানিয়ে নিতে পারি। যে কারণে বুক বাঁকিয়ে ওই নাচটা নাচতে পারি।’

আইএইচএস/এমএস