শততম টেস্টে ম্যাককালাম শূন্য
শততম টেস্ট। ইনিংস খেলেছেন ১৭৩টা। এর মধ্যে সব মিলিযে ১৪বার গোল্ডেন ডাক মেরেছেন ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু কোনো গোল্ডেন ডাকই সম্ভবত এতটা আলোচনায় আসেনি, যতটা আসলো আজ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শূন্য রানে আউট হয়ে।
সকালে ব্রেন্ডন ম্যককালাম যখন স্টিভেন স্মিথের সঙ্গে টস করতে নামলেন, তখনই ইতিহাস গড়ে ফেললেন তিনি। অভিষেকের পর থেকে বিরতিহীনভাবে চলতে চলতে ম্যাককালামের নামের পাশে এখন শোভা পাচ্ছে শততম টেস্ট। টানা ১০০ টেস্ট খেলার গৌরব আর কোন ক্রিকেটারের এখনও পর্যন্ত হয়নি। এই টেস্টটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ কিছু করারই পরিকল্পনা ছিল হতো ম্যাককালামের।
কিন্তু না, পারলেন না তিনি। শূন্য রানে আউট হয়ে গেলেন। ৫ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৭ বল মোকাবেলা করে নামের পাশে কোন রানই যোগ করতে পারেননি ম্যাককালাম। এ জন্য হয়তো জস হ্যাজলউডকে ক্ষমা করতে পারবেন না কিউই অধিনায়ক। তার বলেই তো ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন তিনি। শততম টেস্টটা তাই বিষাদেই পরিণত হলো ব্রেন্ডন ম্যাককালামের জন্য।
আইএইচএস/পিআর