ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভ্যালেন্সিয়াকে হারাল বার্সেলোনা

প্রকাশিত: ০৩:৫০ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তাল্লায় ইনজুরি টাইমের চতুর্থ মিনিটের গোলে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বুস্কেটস করেছেন মাঠে উপস্থিত ৪৫ হাজার স্বাগতিক ভক্ত সমর্থকদের বুক ভেঙ্গে দেয়া গোলটি। অতিথি বার্সেলোনার ব্রাজিলিয়ান বিস্ময় যুবা নেইমারকে অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারেননি ভ্যালেন্সিয়া গোলকিপার দিয়েগো আলভেসকে। ফিরে আসা বলকে জালে জড়িয়ে প্রায় নিশ্চিত ১ পয়েন্ট হারানো ম্যাচে বার্সাকে পুরো ৩ পয়েন্টই এনে দেন বুস্কেটস।

আগের টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেও এই ম্যাচে গোলের খুব কাছাকাছি যেতে পারেন নি আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। গোল না পেলেও বার্সার জয় পাওয়া গোলের মূল উৎস বলতে হবে মেসিকে। কারণ তার তুলে দেয়া ক্রসে হেড করেছিলেন নেইমার। সেটাই রুখে দিয়েছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। অবশ্য গোলের পরের মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে চারবারের ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলারকে।

ম্যাচটা শেষ পর্যন্ত দারুণ আনন্দ এনে দিলেও প্রথমার্ধে হতাশা নিয়েই লকার রুমে ফিরতে হল মেসি, নেইমার, সুয়ারেজদের। স্প্যানিশ লিগের এই ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বার্সেলোনা ধারে ও ভারে একটু এগিয়ে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক সুযোগও আসেনি। দুই দলের যা শক্তি তার প্রদর্শনী অবশ্য খুব বেশি দেখা যায়নি। বল অধিকারে রাখার লড়াইয়ে এগিয়েই ছিলেন মেসিরা। খেলার গতি প্রকৃতিও অনেকটা নির্ধারিত হয়েছে তাদের ১১ খেলোয়াড়ের কৌশলেই। তারপরও গোলের দেখা মেলেনি।

১৪ মিনিটে অবশ্য দারুণ এক সুযোগ আসে কাতালানদের সামনে। দূর থেকে বুস্কেটসের উড়িয়ে পাঠানো বল নেইমারের জন্য সুযোগ তৈরি করে দেয়। ব্রাজিলিয়ান সুপারস্টারের দারুণ ছোঁয়ায় সুয়ারেজ পান স্বাগতিকদের জালে বল জড়িয়ে গ্যালারিতে নিস্তব্ধতা আনার সুযোগ। কিন্তু তার নেয়া সোজা শট গোলরক্ষক দিয়েগো আলভেস কর্ণা্রের বিনিময়ে রক্ষা করেন।

ভ্যালেন্সিয়াও কম যায় না। প্রধমার্ধের ইনজুরি সময়ে কাউন্টার অ্যাটাকে বার্সার ডিফেন্স ভেঙ্গে ফেলে নিজের ঘরে খেলা দলটি। রদ্রিগো দারুণ এক বল বানিয়ে দেন সতীর্থ গোমেজকে। বার্সা গোলরক্ষক ব্রাভো বিপদে পড়ে গেলেও ভ্যালেন্সিয়া মিডফিল্ডারের শটে বল বাইরের জালে আঘাত হানে। হতাশ করে মাঠে ছুটে আসা ভালোবাসার দর্শক, ভক্ত, সমর্থকদের।