ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শততম টেস্ট বরণে ১০০ বোতল মদ!

প্রকাশিত: ০৯:০২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

স্মরণীয় কোন কিছুকে বরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে। স্থান, কাল, পাত্র কিংবা সংস্কৃতি ভেদে সেই বরণীয় করে রাখার বিষয়টা হতে পারে বিভিন্ন রকমের। এক সমাজে যা নিন্দনীয়, অন্য সমাজে হতে পারে তা দারুণ জনপ্রিয়। তেমনই একটি বিষয় দেখা গেলো নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের শততম টেস্টকে বরণ করে নেয়ার ক্ষেত্রে।

আজ (শুক্রবার) সকালে অস্ট্রেরিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। অভিষেকের পর থেকে বিরতিহীনভাবে টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড যে এর আগে আর কেউ গড়তে পারেনি! সকালে মাঠে নামার আগেই ম্যাককালামের হাতে শততম টেস্টের স্মারক হিসেবে ক্যাপ তুলে দেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টে স্টিফেন বুচ।

তবে, ম্যাককালামের জন্য স্মরনীয় হয়ে থাকবে টেস্ট শুরুর আগেরদিনের সন্ধ্যাটা। শততম টেস্টের সামনে দাঁড়িয়ে থাকা কিউই অধিনায়ককে সংবর্ধনা দিতে খোদ দেশটির প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ করে নিয়ে যান ওয়েলিংটনে নিজের বাসভবনে। সেখানে জাঁকঝমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যাককালামের হাতে বিশেষ ক্যাপ তুলে দেন প্রধানমন্ত্রী জন কে। শুধু বিশেষ ক্যাপ দিয়েই নয়, শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে ম্যাককালামকে তার সতীর্থদের পক্ষ থেকে উপহার দেয়া হয় ১০০ বোতল মদ।

আইএইচএস/পিআর