ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিপিএলেও শাহরুখের নাইট রাইডার্স

প্রকাশিত: ১০:২৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

এত দিন কলকাতা নাইট রাইডার্স ছিল। এবার থেকে নাইটা রাইডার্সের আরও একটি পরিচয়। `ত্রিনবাগো নাইট রাইডার্স।` এই দলটিও চলে এলো টি-টোয়েন্টির দুনিয়ায়। তবে অবশ্যই আইপিএলে নয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কেকেআর মালিক শাহরুখ খান কিনে নিলেন এক ফ্রাঞ্চাইজির মালিকানা। তার মালিকানায় নেয়া দলটিরই নামকরণ করা হলো ত্রিনবাগো নাইট রাইডার্স।

সিপিএলে ত্রিনিদাদ ও টোবাগো ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন বলিউড বাদশা। যার নামকরণ হল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মিল রেখেই। যা নিয়ে প্রবল উচ্ছ্বসিত শাহরুখ খান নিজেও। বলেছেন, ‘ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত লাগছে। আমরা চেষ্টা করব সেই ঐতিহ্যকে ধরে রাখার।’

কিন্তু কেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল কেনার দিকে গেল নাইট রাইডার্স? কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলছেন, ‘আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে আরও ছড়িয়ে দিতে চাই।’

আইএইচএস/এমএস