ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন নারিন-পোলার্ড

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে প্রায় সবগুলো দেশই দল ঘোষণা করে ফেলেছে। প্রস্তুতিও নেয়া শুরু করে দিয়েছে; কিন্তু এই অন্তিম সময়ে এসে হঠাৎ এক বড় ধাক্কা খেয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার কিয়েরণ পোলার্ড এবং সুনিল নারিন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পোলার্ডের নিজেকে সরিয়ে নেয়া সম্পর্কে বলা হয়েছে, ‘ইনজুরি থেকে সেরে ওঠার পথে পূনর্বাসন প্রক্রিয়াটা এখনও পুরোপুরি সমাপ্ত না হওয়া এবং অপর্যাপ্ত প্রস্তুতির কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।’ আর নারিনের সরিয়ে নেয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বোলিং অ্যাকশনের পূনর্বাসন এখনও পুরোপুরি সম্পন্ন না হওয়ার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন।’

যদিও নারিনের বোলিং এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। খুব দ্রুতই তার নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কথা। এ কারণেই বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল তাকে। তার পরিবর্তে এখনও কাকে দলে নেয়া হবে সেটা ঠিক করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে কিয়েরন পোলার্ডের পরিবর্তে নেয়া হচ্ছে অলরাউন্ডার ক্রেইগ ব্রাফেটকে।

আইএইচএস/আরআইপি