রয়্যালসের বিপক্ষে সেরেনা
ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ টুর্নামেন্টে সিঙ্গাপুর স্লামার্সের হয়ে কোর্টে নামবেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস। রোববার সংযুক্ত আরব আমিরাত রয়্যালসের মুখোমুখি হবে সিঙ্গাপুর।
সেরেনার অংশগ্রহণের ব্যাপারে কোচ জোস ঈগল বলেছেন, সেরেনা খেলবে বলে আমাদের মেসেজ পাঠিয়েছে। আর খেলার জন্য সেরেনা উদগ্রীব হয়ে রয়েছেন।
প্রতিযোগিতায় সিঙ্গাপুরের নেতৃত্বে দেবেন সেরেনা। আর ইন্ডিয়া এক্সের নেতৃত্বে রয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। এর মধ্যে সিঙ্গাপুর শুধু জয় পেয়েছে একটি ম্যাচে। দ্বৈতে টমাস বার্ডিচ-নাইক কাইগিরস জুটি হারিয়েছে ইন্ডিয়া এক্সের গায়েল মনফিস-রোহান বোপানা জুটিকে।