জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন পেসার টেন্ডাই চাতারা। তবে দলে জায়গা হয়নি ওপেনার ব্যাটসম্যান চামু চিবাবা ও দুই পেসার তাওরাই মুজারাবানি ও ব্রায়েন ভিটোরির।
জিম্বাবুয়ের বিশ্বকাপ দল:
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), শেন উইলিয়ামস, টেন্ডাই চাতারা, ওয়েলিংটন মাসাকাজদা, তিনাশে পানিয়াঙ্গারা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, লুক জংউই, টেন্ডাই চিসোরো, নেভিল মাদজাভি, ম্যালকম ওয়ালার, ভুসি সিবান্দা, গ্রেয়েম ক্রেমার; ডোনাল্ড ত্রিরিপানো (স্ট্যান্ড-বাই)।
এমআর/আরআইপি