ব্রোঞ্জেই সন্তুষ্ট বাংলাদেশ
স্বর্ণ পদকের আশায় গুয়াহাটি গিয়েছিল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল; কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে সেই স্বর্ণের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায় ফুটবলারদের। তবে অন্তত একটি পদক জয়ের সম্ভাবনা টিকেছিল বাংলাদেশের। সেই পদকটাই মালদ্বীপকে টাইব্রেকরে (৫-৪) ব্যবধানে হারিয়ে জিতে নিল বাংলাদেশ। নির্ধারিত সময় সমতা ছিল ২-২ ব্যবধানে।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে নাবিব নেওয়াজ জীবন। ৩৮ মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান আলি ফাসির। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরবিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে প্রথমবার লিড নেয় মালদ্বীপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটিও করেন আলি ফাসির। তিন মিনিট পরই সমতায় ফেরে বাংলাদেশ। গঞ্জালো সানচেজের শিষ্যদের সমতায় ফেরান সোহেল রানা।
২-২ ব্যবধানে নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত মালদ্বীপকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। এর আগে গ্রুপ পর্বে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। যদিও সেমিতে ভারতের কাছে ৩-০ গোলে হেরে ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।
আইএইচএস/আরআইপি