ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি দল প্রস্তুতিতে যোগ করছে নতুন নতুন মাত্রা। সাফল্য পাওয়ার আশায় একদিন আগেই শুধুমাত্র বিশ্বকাপকে সামনে রেখে শেন জার্গেনসেনকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। এবার শুধুমাত্র বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাবেক ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জির অভিজ্ঞতাকেই তারা কাজে লাগাতে চায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে জুটি বেধে তার কাজ হবে, ভারতের উইকেটে ব্যাটসম্যানদের কাছ থেকে আসলটা বের করে আনা।

বিশ্বের বিভিন্ন দেশে ম্যাকেঞ্জির খেলার অসাধারণ অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই মূলতঃ তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া। ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে যে, চলতি মাসের প্রথম থেকেই ম্যাকেঞ্জিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে বিষয়টা প্রকাশ্যে আসে আরব আমিরাতে অনুষ্ঠিত মাস্টার্স লিগ থেকে দেশে ফিরে তার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পর।

যদিও শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাকেঞ্জিকে নিয়োগ দেয়া হয়েছে, কিন্তু পারফরম্যান্স ভালো হলে কিংবা চুক্তির শর্তে মিল হলে বিশ্বকাপের পরও তাকে দীর্ঘ সময়ের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড।

ম্যাকেঞ্জিকে নিয়োগ দেয়ার প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার মূল কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘নেইলকে নেয়া হয়েছে মূলতঃ স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাপক অভিজ্ঞতার কারণে। বিশেষ করে খেলোয়াড়দের সঙ্গে অসাধারণ সম্পর্ক তৈরী করতে পারেন তিনি। একজন কোচের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন লোকের সঙ্গে কাজ করতে সুবিধা, কারণ কল বলা, শোনা, অভিজ্ঞতা বিনিময় করাটা পারফরম্যান্স বাড়াতে খুবই সহায়তা করে। নেইল এসব বিষয়ে বেশ পারদর্শী।’

আইএইচএস/এবিএস

আরও পড়ুন