দাবায় সিয়ামের হার
ফিলিপাইনের তাগাতাই শহরে অনুষ্ঠানরত এশিয়ান জুনিয়র ও গালর্স অনুর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা বাংলাদেশের জাতীয় জুনিয়র রানার-আপ ইকরামুল হক সিয়াম পরাজিত হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় সিয়াম ফিলিপাইনের রিলোরাজ ইস্ট্রেইলিটোকে পরাজিত করেন। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফিলিপাইনের ম্যারিয়ানো ক্যারেনের কাছে হেরে যান।
ইকরামুল হক সিয়ামের সংগ্রহ ছয় খেলায় সাড়ে তিন পয়েন্ট এবং বালিকা বিভাগে জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন জোহরাতুল জান্নাত জিসা ছয় খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন।