ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যাককালাম

প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

শততম টেস্টে ব্যর্থ হলেও নিজের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখলেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তুলে নিলেন টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৫৪ বলে ১৬ চার আর ৪ ছয়ে এই রেকর্ড গড়েন কিউই এই অধিনায়ক।    

এর আগে টস হেরে ব্যাট করতে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পরে কিউইরা। দলীয় ৭৪ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পরে স্বাগতিকরা। এরপর মাঠে নামেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ব্রেন্ডান ম্যাককালাম। অস্ট্রেলিয়ার বোলারদের কড়া শাসন করে তিনি মাত্র ৭৯ বলে ১৪৫ রান করে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন।

এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি ছিল ৫৬ বলে। আর সেটার মালিক ছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক ও ভিভ রিচার্ডস।  ১৯৮৫-৮৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ভিভ। আর ২০১৪-১৫ মৌসুমে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইতে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন মিসবাহ।

এমআর/এমএস