ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্টে ম্যাককালামের ছক্কার বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:১৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নিজের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে এর চেয়ে ভালোভাবে রাঙিয়ে দেওয়া বোধ হয় সম্ভব ছিল না। একই ম্যাচে করলেন দুটি বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির সাথে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটিও (১০৬) নিজের করে নিলেন কিউই এই ব্যাটসম্যান।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের ৯৯তম ম্যাচে হাকিয়েছিলেন ১০০তম ছক্কা। সেবার তিনি সাবেক অজি উইকেটরক্ষ-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টে সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক হয়েছিলেন। এরপর ঘরের মাঠে অজিদের বিপক্ষেই খেলতে নেমে গড়েন একটানা ১০০তম টেস্ট ম্যাচ খেলার বিরল রেকর্ড।

তবে সে ম্যাচে নিউজিল্যান্ডের হারের পাশাপাশি বাজে পারফর্ম করেন ম্যাককালাম। আর এবার  নিজের ঘরের মাঠ ক্রাইসচার্চেই সুযোগটি কাজে লাগালেন ডানহাতি ব্যাটসম্যান। পেছনে ফেললেন ৯৬ টেস্ট খেলা গিলক্রিস্টকে। পরে নিজের ১৪৫ রানের ইনিংসে মোট ছয়টি ছক্কা হাকালেন।

উল্লেখ্য, ম্যাককালাম নিজের এ রেকর্ড হয়ত বহুদিন ধরে রাখতে পারবেন। কারণ ২০০৮ সালেই অবসরে গেছেন গিলক্রিস্ট। আর বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ৯৮ ছক্কা হাকানো ক্রিস গেইলের টেস্টে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আর পরের তালিকার ১৩জনই ইতোমধ্যে অবসরে চলে গেছেন।

এমআর/এবিএস