ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার লিগের নতুন নিয়মে হতাশ টাইগাররা

প্রকাশিত: ১১:৪৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

বছর ঘুরে আবারো আসছে ঢাকা প্রিমিয়ার লিগের আসর (ডিপিএল)। এ উপলক্ষ্যে নতুন পে-স্কেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের আদলে এবার ডিপিএলেও ‘প্লেয়ারস বাই চয়েজ’ প্রক্রিয়ায় খেলোয়াড়দের দল নির্বাচন হবে। তবে নতুন নিয়ম নিয়ে অখুশি বাংলাদেশের ক্রিকেটাররা।

‘প্লেয়ারস বাই চয়েজ’ পদ্ধতির জন্য ক্রিকেটারদের মোট সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ৩০ লাখ টাকা থেকে সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকা পাবেন টাইগাররা।

ডিপিএলের নতুন পে স্কেলঃ

ক্যাটাগরি

টাকা

এ+

৩০০০০০০

২৫০০০০০

বি+

২০০০০০০

বি

১৫০০০০০

সি

৮০০০০০

ডি

৪৫০০০০

৩৫০০০০


বিপিএলের ‘প্লেয়ারস বাই চয়েজ’ পদ্ধতি নিয়ে অধিকাংশ খেলোয়াড়ই মনঃক্ষুণ্ণ ছিলেন। একই ভাবে নতুন নিয়মে ডিপিএল নিয়েও খুশি নন ক্রিকেটাররা। এ প্রসঙ্গে স্পিনার আব্দুর রাজ্জাক বলেন, ‘হয়তো আমি এ ক্যাটাগরিতে থাকবো। কিন্তু আমি নিজের কথা ভাবছিনা। অন্য ক্রিকেটারদের কি হবে?’

যোগ করে আরও বলেন, ‘প্রিমিয়ার লিগই আমাদের আয়ের প্রধান উৎস। যদি একজন ক্রিকেটার সাড়ে তিন লাখ টাকা পায় তাহলে সে সারা বছর তার পরিবারকে ভরণ পোষণ কিভাবে করবে? আমার বিশ্বাস বিসিবি এটা নিয়ে আবার ভাববে নাহলে অদূর ভবিষ্যতে ক্রিকেটকে পেশা হিসাবে নিতে অনেকেই ইচ্ছা হারিয়ে ফেলবে।’

আরটি/এমআর/পিআর