ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির জোড়া গোলে বার্সার আর্সেনাল জয়

প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মেসির জোড়া গোলে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়াম থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর দুর্দান্ত এ জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো লুইস এনরিকের দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ৩২ ম্যাচ ধরে অপরাজিত স্পেনের অন্যতম সেরা দল বার্সা। তবে গোলের জন্য মরিয়া বার্সেলোনাকে কয়েকবার প্রতি-আক্রমণে কাঁপিয়েও দেয় আর্সেনাল। কিন্তু বার্সা গোলরক্ষক স্টেগেনের প্রতিরোধ ভাঙা সম্ভব হয়নি রামসি-সানচেজদের।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি-নেইমার-সুয়ারেস ত্রয়ীর নৈপুণ্যে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে বার্সেলোনার সামনে। সেবার কোনোমতে বেঁচে যায় আর্সেনাল। ফলে গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।  

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। আগের ছয়বারের সাক্ষাতে মেসিকে আটকাতে পারলেও এবার আর পারলেন না চেক। ম্যাচের ৭১ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন মেসি। নেইমার ও সুয়ারেজ নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এই সময় অরক্ষিত অবস্থায় থাকা মেসিকে পাস বাড়ান। দারুণ ফিনিশিংয়ে চেককে ফাঁকি দিয়ে বল জালে পাঁচ বারের ব্যালন ডি`অর জয়ী এই খেলোয়াড়।

ম্যাচের ৭৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বার্সেলোনা। সুয়ারেজের নেয়া দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় কাতালানদের। এর পাঁচ মিনিট পর দলের হয়ে ঠিকই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ম্যাথিউ ফ্লামিনি নিজেদের বক্সের মধ্যে মেসিকে বাজে ট্যাকল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও এবার আর ভুল করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। যোগ করা সময়ে নেইমারের হেড দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক চেক।

নিজেদের মাঠে এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির জন্য শেষ আটে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে গেল। এ মৌসুমে অসাধারণ খেলতে থাকা বার্সেলোনাকে তাদের মাঠে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভবই আর্সেন ওয়েঙ্গারের দলের জন্য।

এমআর/পিআর