ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুমিনুলের সেঞ্চুরিতে এগিয়ে পূর্বাঞ্চল

প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মুমিনুল হকের প্রথমশ্রেণীর ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের বিপক্ষে এগিয়ে রয়েছে পূর্বাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তাদের লিড ৮৫ রানের। অপর ম্যাচে মোহাম্মদ শরীফ ও মোশারফ হোসেনের বোলিং তোপে দ্বিতীয় দিন শেষে উত্তরাঞ্চলের বিপক্ষে ১১৫ রানে গিয়ে আছে মধ্যাঞ্চল।

বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের কোন উইকেট হারিয়ে শূন্য রান নিয়ে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে দিন শেষে পাঁচ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে তারা। ১১৮ বলে ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১২ রান করেন মুমিনুল। তৃতীয় উইকেট জুটিতে তাসামুল হককে নিয়ে ১৫৬ রানের জুটি গড়েন কক্সবাজারের এই ক্রিকেটার। ২০৯ বলে ৮৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তাসামুল। এছাড়া ছয় নম্বরে নেমে ৯২ রানে অপরাজিত রয়েছেন জাকির হাসান। দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে।

দিনের অপর ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে আগের দিনের আট উইকেটে ২৪৩ রান নিয়ে খেলতে নামে মধ্যাঞ্চল। এদিন শেষ দুই উইকেট হারিয়ে আর ১৭ রান যোগ করে তারা।

উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে মোহাম্মদ শরীফ ও মোশারফ হোসেনের বোলিং তোপে পরে মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন নাঈম ইসলাম। এছাড়া জুনায়েদ সিদ্দিকি করেন ২৮ রান। মধ্যাঞ্চলের পক্ষে মোহাম্মদ শরীফ ৪টি ও মোশারফ হোসেন ৩টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল দিন শেষে এক উইকেট হারিয়ে ২৩ রান করে।

আরটি/আইএইচএস/আরআইপি