ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ছেলের সামনে শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল, কাঁদলেন সানিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

১৮ বছরের পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি, বিদায়বেলায় চোখের জল যে বাধা মানবে না, তা নিশ্চয়ই জানতেন। মানসিক প্রস্তুতিটা তো ছিলই সানিয়া মির্জার। তবে শেষটা যখন সত্যিই চলে এলো, চোখের জল আর ধরে রাখতে পারলেন না ভারতের টেনিসের ‘কুইন’। বিদায়বেলায় ভেঙে পড়লেন কান্নায়।

২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নে রড লেভাপ এরিনা থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন সানিয়া মির্জা। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ১৮টি বসন্ত। সেদিনের তরুণীর বয়স এখন ৩৬।

সেই মেলবোর্নেই টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামের শেষ ম্যাচটা খেলে ফেললেন সানিয়া। তবে শেষটায় জয়ের হাসি হাসতে পারলেন না। হারের দুঃখের সঙ্গে বিদায়ের কান্না একাকার হলো।

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে ব্রাজিলীয় জুটির কাছে হারতে হয়েছে সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটিকে। খেলার ফল ৬-৭ (২-৭), ২-৬।

ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও প্রাপ্তি কিন্তু কম নয় সানিয়া মির্জার। ৪ বছরের ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ও ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার মুহূর্ত তাকে অন্যরকম শিহরণ জাগাচ্ছে।

ম্যাচ শেষে কথা বলার সময় বারবার গলা ধরে আসছিল সানিয়ার। নিজে কাঁদলেন ও কাঁদালেন তার কোটি কোটি ভক্তকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চোখ মুছতে মুছতে সানিয়া বললেন, ‘আমি কাঁদছি। এটা আসলে খুশির অশ্রু। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম।’

‘আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চাইছিলাম। কিন্তু আমার পেশাদার টেনিস ক্যারিয়ার যেখানে শুরু করেছিলাম.... (কথা শেষ করার আগেই কেঁদে ফেলেন সানিয়া)। আমার (পেশাদার ক্যারিয়ারের যাত্রাটা) শুরু হয়েছিল মেলবোর্নে, যখন ২০০৫ সালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে খেলেছিলাম। সেইসময় আমার বয়স ১৮ ছিল।’

‘কখনও ভাবিনি সন্তানের সামনে গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলব, এ রকম বিশেষ জায়গায় দাঁড়িয়ে ক্যারিয়ারকে বিদায় জানাতে পারব। মনে হয়েছে, আমি বাড়িতে আছি। এমন অনুভূতি উপহার দেওয়ায় সবাইকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, সানিয়া মির্জা সিঙ্গেলস খেলা ছেড়ে দিয়েছিলেন ২০১৩ সালে। সিঙ্গেলসে তার শীর্ষ র্যাংক ছিল ২৭। তবে ডাবলস ও মিক্সড ডাবলসেই বেশি সফল সানিয়া। সানিয়া মির্জা প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন।

২০১৫ সালে, সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি বেঁধে টানা ৪৪টি ম্যাচ জিতেছিলেন। ভারতের একমাত্র নারী টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সানিয়া। তার ঝুলিতে রয়েছে তিনটি ডাবলস ও তিনটি মিক্সড ডাবলস।

মিক্সড ডাবলস ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন মির্জা। নারীদের ডাবলসে, ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন সানিয়া।

এমএমআর/এএসএম