পাকিস্তানে পুড়ল আফ্রিদিদের কুশপুত্তুল
এশিয়া কাপ টি-২০-তে ভারতের কাছে হারের পর ক্ষোভ আছড়ে পড়ল পাকিস্তানে। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারে চূড়ান্ত হতাশ পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং সমর্থকরা।
শনিবার ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেয়িামে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ম্যাচটি দেখার জন্য করাচির বিভিন্ন স্থানে জায়ান্ট স্ত্রিনে ভিড় জমিয়েছিলেন পাকিস্তান সমর্থকরা; কিন্তু ভারতের কাছে ৫ উইকেটে পাকিস্তানের হারের পর দর্শকদের সমস্ত উচ্ছ্বাস বদলে গেল হতাশা এবং ক্ষোভে।
পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পাকিস্তান সমর্থকদের রোষের খণ্ডচিত্র দেখানো হয়েছে। সমর্থকরা ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের বিরুদ্ধে স্লোগান দেন। বেশ কয়েকজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ারও দাবি জানান তারা। পাকিস্তানের কোথাও কোথাও রাগে-ক্ষোভে টেলিভিশন সেট ভেঙে ফেলার খবর পাওয়া গেছে।
পঞ্জাবের কোথাও কোথাও অধিনায়ক আফ্রিদিসহ কয়েকজন ক্রিকেটারের কুশপুত্তুলও দাহ করা হয়। শনিবার আফ্রিদি ম্যাচের পর বলেন, ‘ভারতের কাছে হার খুব একটা বড় ব্যাপার নয়। পাকিস্তান এখনও ঘুরে দাঁড়াতে পারে। পাক সমর্থকদের ক্ষোভের আগুনে আফ্রিদির এই মন্তব্য ঘৃতাহুতি দিয়েছে।’
সাবেক পাকিস্তান টেস্ট খেলোয়াড় সিকান্দার বখত ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘এ ধরনের অজুহাত বন্ধ করতে হবে। আপনারা তো আর শিশু নয়। ক্রিকেটা ভালো করে খেলুন।’ আফ্রিদিকে কটাক্ষ করে বলেছেন, ‘অবসর যখন নিচ্ছেন না, তখন অন্তত পারফর্ম করুন।’
আফ্রিদি বলেছিলেন, টি-২০ বিশ্বকাপের পর তিনি অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। এই মন্তব্যের জন্য সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ ইউসুফ এবং সাবেক পেসার সরফরাজ নওয়াজও আফ্রিদিকে একহাত নিয়েছেন।
আইএইচএস/এবিএস